গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়
গাইবান্ধা ।
পত্র নং-৩৩.০২.৩২০০.৪০০.১৯.০০১.২০-৪৭৪ তারিখ ঃ ০৫/১০/২০২০খ্রিঃ।
বিষয় ঃ প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের ভিজিএফ বিতরণের প্রসংগে।
সূত্র ঃ ১. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব শ্যামল চন্দ্র কর্মকার এর জরুরী বার্তা ।
২. উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, রংপুর বিভাগ,রংপুর এর জরুরী নির্দেশনা ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে ২০২০-২১ অর্থ বছরে গত মাসিক সভার সিদ্ধান্তের আলোকে আপনার উপজেলায় নি¤œহারে ভিজিএফ এর উপবিভাজন করা হয়েছে। উক্ত উপবিভাজন অনুযায়ী উপজেলার টাস্কফোর্স কমিটির সভায় আলোচনা পূর্বক ইউনিয়ন ওয়ারী ভিজিএফ বিতরণের সিডিউল আগামী ১১-১০-২০২০ খ্রিঃ তারিখের মধ্যে নি¤œস্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে আগামী ১৪-১০-২০২০ খ্রিঃ তারিখের মধ্যে নিশ্চিতভাবে ভিজিএফ বিতরণ শুরু করতে হবে েএবং 30.10.2020 তারিখের মধ্যে শেষ করতে হবে।
ভিজিএফ বিতরণের পূর্বে মাননীয় সংসদ সদস্য , চেয়ারম্যান, উপজেলা পরিষদকে ভিজিএফ বিতরণের বিষয়টি অবগত করতে হবে।
ক্রঃ নং উপজেলার নাম মা ইলিশ আহরণে সম্পৃক্ত জেলে পরিবারের সংখ্যা (জন)পরিবার প্রতি ২০ কেজি হারে ২২ দিনের চালের
|
উপঝেরার নাম |
জেলের সংখ্যা |
পরিমান ( মেঃটন) |
মন্তব্য |
১ |
গাইবান্ধা সদর |
১১৮০ |
২৩.৬০ |
|
২ |
সাঘাটা |
১৫৭০ |
৩১.৪০ |
|
৩ |
ফুলছড়ি |
১৪৫০ |
২৯.০০ |
|
৪ |
সুন্দরগঞ্জ |
১৩০০ |
২৬.০০ |
|
|
মোট= |
৫৫০০ |
১১০.০০ |
|
(মোঃ আব্দুদ দাইয়ান)
জেলা মৎস্য কর্মকর্তা
গাইবান্ধা ।
প্রাপক,
১.সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,গাইবান্ধা সদর,গাইবান্ধা।
২.উপজেলা মৎস্য কর্মকর্তা,সাঘাটা,ফুলছড়ি,সুন্দরগঞ্জ,গাইবান্ধা।
পত্র নং-৩৩.০২.৩২০০.৪০০.১৯.০০১.২০-৪৭৪/১(২) তারিখ ঃ ০৫/১০/২০২০খি্রঃ।
অনুলিপি সদয় অবগতি জন্য প্রেরণ করা হলো ঃ
০১। উপপরিচালক,মৎস্য অধিদপ্তর,রংপুর বিভাগ,রংপুর।
০২. অফিস কপি।
(মোঃ আব্দুদ দাইয়ান)
জেলা মৎস্য কর্মকর্তা
গাইবান্ধা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS