Wellcome to National Portal

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ইলিশের প্রধান প্রজনন মৌসমে ইলিশ আহরণে নিষিদ্ধকালীন সময়ে মানবিক সহায়তার আওতায় জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ প্রসঙ্গে
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়

গাইবান্ধা ।

 

পত্র নং-৩৩.০২.৩২০০.৪০০.১৯.০০১.২০-৪৭৪                                                             তারিখ ঃ ০৫/১০/২০২০খ্রিঃ।                                                                                                                                                                                                                                                                     

 

  বিষয় ঃ  প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের ভিজিএফ বিতরণের  প্রসংগে।

 

  সূত্র ঃ ১. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব শ্যামল চন্দ্র কর্মকার এর  জরুরী বার্তা ।

          ২. উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, রংপুর বিভাগ,রংপুর এর জরুরী নির্দেশনা ।

        

         উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে ২০২০-২১ অর্থ বছরে গত মাসিক সভার সিদ্ধান্তের আলোকে আপনার উপজেলায় নি¤œহারে ভিজিএফ এর উপবিভাজন করা হয়েছে। উক্ত উপবিভাজন অনুযায়ী উপজেলার টাস্কফোর্স কমিটির সভায় আলোচনা পূর্বক ইউনিয়ন ওয়ারী ভিজিএফ বিতরণের সিডিউল আগামী  ১১-১০-২০২০ খ্রিঃ তারিখের মধ্যে নি¤œস্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

         উল্লেখ্য যে আগামী ১৪-১০-২০২০ খ্রিঃ তারিখের মধ্যে নিশ্চিতভাবে ভিজিএফ বিতরণ শুরু করতে হবে েএবং 30.10.2020 তারিখের মধ্যে শেষ করতে হবে।

ভিজিএফ বিতরণের পূর্বে  মাননীয় সংসদ সদস্য , চেয়ারম্যান, উপজেলা পরিষদকে ভিজিএফ বিতরণের বিষয়টি অবগত করতে হবে।

 

ক্রঃ নং   উপজেলার নাম      মা ইলিশ আহরণে সম্পৃক্ত জেলে পরিবারের সংখ্যা (জন)পরিবার প্রতি ২০ কেজি হারে  ২২ দিনের চালের

           

    

 

উপঝেরার নাম

জেলের সংখ্যা

পরিমান ( মেঃটন)

মন্তব্য

গাইবান্ধা সদর   

১১৮০

২৩.৬০

 

সাঘাটা

১৫৭০

৩১.৪০

 

ফুলছড়ি

১৪৫০

২৯.০০

 

সুন্দরগঞ্জ

১৩০০

২৬.০০

 

 

মোট=

৫৫০০

১১০.০০

 

 

           

                 

 

                                                                                                                                        (মোঃ আব্দুদ দাইয়ান)

                   জেলা মৎস্য কর্মকর্তা

                    গাইবান্ধা ।

প্রাপক,

     ১.সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,গাইবান্ধা সদর,গাইবান্ধা।

     ২.উপজেলা মৎস্য কর্মকর্তা,সাঘাটা,ফুলছড়ি,সুন্দরগঞ্জ,গাইবান্ধা।

        

 

পত্র নং-৩৩.০২.৩২০০.৪০০.১৯.০০১.২০-৪৭৪/১(২)                                                      তারিখ ঃ ০৫/১০/২০২০খি্রঃ।

 

      অনুলিপি সদয় অবগতি জন্য প্রেরণ করা হলো ঃ

০১। উপপরিচালক,মৎস্য অধিদপ্তর,রংপুর বিভাগ,রংপুর।

০২. অফিস কপি।

 

                 (মোঃ আব্দুদ দাইয়ান)

                   জেলা মৎস্য কর্মকর্তা

                     গাইবান্ধা ।

 

Attachments
Publish Date
13/10/2020
Archieve Date
11/02/2021