Wellcome to National Portal

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইনোভেশন

নতুন সেবা প্রদান পদ্ধতি

  • মাঠ পর্যায়ে সংযোগ চাষী তৈরি করে ।
  • এন্টিবায়োটিকমুক্ত  উত্তম মাছ চাষ সম্পর্কে প্রশিক্ষণ।
  • সংযোগ চাষী ও বন্ধুচাষীদের মাঝে সেতু স্থাপন।
  • মৎস্য চাষের উপকরণ যেমন- মাছের খাদ্য ও ঔষধ বিক্রেতাদের সাথে সংযোগ চাষীর সম্পর্ক স্থাপন
  • প্রশিক্ষণ নোটবুকে প্রয়োজনীয় তথ্য প্রদান
  • এসএমএস এবং মোবাইল কলের মাধ্যমে চাষীদের পরামশ প্রদান
  • ইউনিয়ন পর্যায়ে লিফদের মাধ্যমে পানির বিভিন্ন প্যারামিটার পরীক্ষা
  • পরামর্শ ও প্রশিক্ষনকালীন সময়ে চাষীর মোবাইল নম্বর সংরক্ষন

নতুন প্রাকটিস চালুর জন্য গৃহীত পদক্ষেপ সমূহ

  • সংযোগ চাষী ও বন্ধু চাষীদেও বেজলাইন সার্ভে করা
  • সংযোগ চাষী ও বন্ধু চাষীদের প্রশিক্ষণ প্রদান  ।
  • প্রশিক্ষণের পর ডাটাবেইজ আপলোড
  • পানি পরীক্ষার ব্যবস্থা ।
  • রেকর্ড বই সরবরাহ।
  • সাইন বোর্ড স্থাপন
  • নিয়মিত পরিদর্শন ও নমুনায়ন
  • মোবাইলের মাধ্যমে এস এম এস/মৎস্য পরামর্শ এপস এর ব্যবহার।
  • সংযোগ চাষী এবং মৎস্য খাদ্য ও ঔষধ বিক্রেতার মধ্যে মোবাইল সংযোগ স্থাপন
  • মৎস্য খাদ্য ও ঔষধ বিক্রেতার দোকান পরিদর্শন ও খাদ্যমান পরীক্ষা ।

প্রচলিত সেবা পদ্ধতি কি ছিল ?

  • চাষীদের অফিসে এসে পরামর্শ নিতে হতো
  • চাষীর  তথ্য সংরক্ষন করা হতো না ।
  • পানির প্যারামিটার পরীক্ষার ব্যবস্থা ছিল না ।
  • অনুমান নির্ভর পরামর্শ দেওয়া হতো
  • উপকরণ প্রাপ্তির ক্ষেত্রে একাধিক ব্যাক্তির কাছে যেতে হতো
  • রেকর্ড সংরক্ষণ করা হতো না
  • ডাটাবেইজ আপলোড করা হতো না

উদ্যোগটি চালু হওয়ার ফলে প্রাপ্ত সুবিধা

  • স্থানীয় পর্যায়ে দক্ষ চাষী ও সম্প্রসারণ কর্মী তৈরী হয়েছে।
  • অন্যান্য চাষীদের উন্নত মৎস্য চাষ পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান ও মৎস্য দপ্তরের সাথে যোগাযোগ স্থাপন বৃর্দ্ধি পেয়েছে ।
  • মৎস্য চাষের উপকরণের প্রাপ্তিতা সম্পর্কে জানতে পারছে ।
  • এন্টিবায়োটিকের ব্যবহার ছাড়াই মাছ চাষ করতে পারছে  ।
  • ভোক্তা পর্যায়ে গুনগত মাছ সরবরাহ করা সম্ভব হচ্ছে।
  • মৎস্য খাদ্য ও ঔষধ বিক্রেতার সাথে চাষীরা মোবাইল এর মাধ্যমে যোগাযোগ স্থাপন  করতে পারছে ।

 প্রত্যাশিত ফলাফল (TVC)

ফলাফল

সময়

খরচ

যাতায়াত

বাস্তবায়নেরআগে

৩-৪দিন

৮০০-১০০০টাকা

৪-৫ বার

বাস্তবায়নেরপরে

১-২ দিন

১৫০-২০০ টাকা

০১-০২ বার

আইডিয়াবাস্তবায়নেরফলে সেবাগ্রহীতারপ্রাপ্ত বেনিফিট

২ দিন

৬৫০-৮০০

৩বার

 

 

 

 

 

 

                              রিসোর্স ম্যাপ

প্রয়োজনীয় সম্পদ

 কোথা হতে প্রাপ্ত?

খাত

বিবরণ

প্রয়োজনীয় অর্থ

 

জনবল

নিজস্ব

--

 

বস্তুগত

সাইনবোর্ড,পানি পরীক্ষার কীট,রেকর্ড বুক

১০০০০০/-

অধিদপ্তরের প্রকল্পের অর্থায়নে

প্রয়োজনীয় মোট  অর্থ

১০০০০০/-

 

 

 

বাস্তবায়নকারীঃ

নাম-প্রদীপ কুমার সরকার

পদবী-সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,

পলাশবাড়ী,গাইবান্ধা